BioFloc Fish Farming
Nitya Sangha is a mahila co-opearative society Ltd. under Jamna gram Panchayet under Labpur Community Development Block where the most of the people’s occupation are daily labour. Most of the farmers are seasonal labour. So the farmers face the problem of economic crisis.
At the time of corona pandemic, in2020 when the situation around was very bad,the women working in Nitya Sangha started town interest 10MT capacity Biofloc. Magur fish, kai fish, singhi fish are cultivated here. fish culture unit atown sangha premises with the help of W.B.C.A.D.C nalhati(1) project, Birbhum. Always a demand for fish in the market.
So Nitya Sangha has seen a new source of income income by cultivating fish in bio floc method and has responded to the local bazaar with financial gain. Thank’s to,the W.B.C.A.D.C Nalhati(1) project’s O.C motivated us for Biofloc fish farming cultivation in 2020.Then, W.B.C.A.D.C Nalhati(1) project give us a Biofloc fish farming scheme,total project cost was 1,35,800. W.B.C.A.D.C.’s contribution 100% subcidy and Nitya Sangha’s own contribution is to make fish farming, to seed fish and fish feed from the market and take care of them, to give them labour NityaSanghacultivatedhybridMagurfishand20 month income is Rs. 395000.
Mrittika Banana
Nitya Sangha is a mahila co-opearative society Ltd. under Jamna gram Panchayet under Labpur Community Development Block where the most of the people’s occupation are daily labour. Most of the farmers are seasonal labour. So the farmers face the problem of economic crisis.
At the time of corona pandemic, in2020 when the situation around was very bad,the women working in Nitya Sangha started town interest 10MT capacity Biofloc. Magur fish, kai fish, singhi fish are cultivated here. fish culture unit atown sangha premises with the help of W.B.C.A.D.C nalhati(1) project, Birbhum. Always a demand for fish in the market.
So Nitya Sangha has seen a new source of income income by cultivating fish in bio floc method and has responded to the local bazaar with financial gain. Thank’s to,the W.B.C.A.D.C Nalhati(1) project’s O.C motivated us for Biofloc fish farming cultivation in 2020.Then, W.B.C.A.D.C Nalhati(1) project give us a Biofloc fish farming scheme,total project cost was 1,35,800. W.B.C.A.D.C.’s contribution 100% subcidy and Nitya Sangha’s own contribution is to make fish farming, to seed fish and fish feed from the market and take care of them, to give them labour NityaSanghacultivatedhybridMagurfishand20 month income is Rs. 395000.
Mushroom Production
The W.B.C.A.D.C Nalhati(1) project’s O.C motivated they and training the members of Nitya sangha mobilizes they to promote Mushroom.
Now, they cultivated 220 sq ft area for Mushroom
cultivation.W.B.C.A.D.C Nalhati(1) project
members had provided to Nitya sanghas production shed, cylinder shelves,
sprayer, water bucket, Aluminium Disc. And to promote the Mushroom cultivation.
their family members assisted they in Mushroom cultivation.
.
SFC (Land Documentation under BLLRO)
বীরভূম জেলার জামনা গ্রাম পঞ্চায়েতের বগতোর গ্রামের একজন সাধারণ গৃহবধু রূপালী মন্ডল।গ্রামীন এলাকার গৃহবধু হওয়ায় গৃহ কর্মের পাশাপাশি কৃষি কাজে সহায়তা করা ছিল তার নিত্যদিনের কর্ম।বাড়ির বাইরে বেরোনো খুব একটা হয়ে উঠতো না তার,ফলে জমি জায়গার কাগজপত্র সংক্রান্ত বিশেষ কোনো ধারণা না থাকার ই কথা।এই অঞ্জতার কারণে কৃষক বন্ধু,ফসল বিমা যোজনা সহ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা বঞ্চিত ছিলেন।।২০২৩ সালে তিনি তার পরিবারের অনুমতিতে SHG দলের সঙ্গে যুক্ত হলে দারিদ্র্যতা দূরিকরণ ও মহিলাদের ক্ষমতায়নে জমির সুরক্ষিত অধিকার বিষয়ক প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পান।পশ্চিমবঙ্গ গ্রামীন জীবন জীবিকার মান উন্নয়নে বীরভূম জেলা প্রশাসন এর উদ্যোগে জামনা নিত্য সংঘ মহিলা এসএইচজি কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের জমি বিষয়ক প্রশিক্ষনে এসে প্রশিক্ষকদের থেকে জানতে পারেন যে সংঘ পরিষেবা ও সহায়তা প্রদান কেন্দ্রে খুব কম খরচে জমির নামজারি সহ অন্যান্য কাজের আবেদন করা সম্ভব।তাই পরদিনই তিনি তার পরিবারের সমস্ত জমির কাগজপত্র নিয়ে নিত্য সংঘ সহায়তা কেন্দ্রে আসেন।সংঘ পরামর্শ ও সহায়তা প্রদান কারীরা তার জমির সমস্ত কাগজপত্র যাচাই করে দেখেন যে তার জমিটি বিক্রেতার নামেই রেকর্ড রয়েছে তাই তার নামজারির আবেদন প্রক্রিয়াটি খুব সহজে করা সম্ভব। আবেদনের খরচ সহ যাবতীয় তথ্য তাকে দেওয়া হলে তিনি সেদিনই আবেদন করে দিতে বলেন। পরিষেবা প্রদানকারীরা সেদিনই অনলাইনে নামজারির আবেদন জমা করেন করলে এক খুব দ্রুততার সাথে তার শুনানি হয় এবং তার নামে থাকা জমির নামজারি হয়ে যায়। ৯৩৩ নং দাগে তার নামে ১৫৮২ নং খতিয়ান তৈরি হয়। পরবর্তীতে তিনি দুয়ারে সরকারে কৃষক বন্ধু ভাতার আবেদন করলে বর্তমানে তিনি কৃষকবন্ধু ভাতা সহ বিভিন্ন রকম সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছেন।দ্রুততার সাথে সরকার নির্ধারিত মূল্যে সে তার জমির নামজারি সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রাপক হতে পেরে ভীষন উৎফুলিত।তার মতে, “SHG পরিবারে যুক্ত না হলে এই সমস্ত সুযোগ সুবিধা সম্পর্কে আমি কিছুই জানতে পারতাম না। পাশাপাশি সংঘ যে জমি সংক্রান্ত এত ধরনের পরামর্শ ও সহায়তা করে সেটাও জানতে পারতাম না”।রূপালী দেবি জানিয়েছেন নিত্য সংঘের সংঘ সহায়তা কেন্দ্র থেকে তিনি যেমন সহায়তা পেয়ে উপকৃত হয়েছেন,তেমনি তিনি আগামী দিনে তার মতো গৃহবধূদের তিনি উৎসাহিত করবেন যাতে করে তারা স্বল্প মূল্যে জটিলতাহিন ভাবে তাদের জমির নথি তৈরি করে তাদের জমি গুলিকে সুরক্ষিত করতে পারেন,পাশাপাশি সরকারি প্রকল্পের লাভ উঠাতে পারেন।